নতুন প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে বৃক্ষরোপন করুন: অধ্যাপক জাকির

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১ | আপডেট: ৬:১৮:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিলেটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হুমায়ুন রশীদ স্মৃতি পরিষদের আজীবন সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক অধ্যাপক মো: জাকির হোসেন বলেন, ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে আজকের এই হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ পূর্ণভূমি সিলেটে বৃক্ষরোপন শুরু করেছে। প্রজন্মকে সুন্দর পরিবেশ দিতে, বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। তাই যত বেশি পারেন তত বেশি বৃক্ষরোপণ করুন।

শনিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট নগরীর কুশিঘাট এলাকায় স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ এর আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাকির হোসেন।

বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের যুগ্ন আহ্বায়ক ও আজীবন সদস্য এবং সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ফালাহউদ্দীন আলী আহমদ, সদস্য সচিব ও আজীবন সদস্য মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, আজীবন সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, সদস্য মশিউর রহমান হাফিজ, মধুফুল ফুড প্রোডাক্টস এর সত্বাধীকার কামরুল হামীদ প্রমুখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add