নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানালো মদন মোহন কলেজ ছাত্রলীগ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১ | আপডেট: ৪:৫২:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক: অর্নাস ১ম বর্ষ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় মদন মোহন কলেজ লামাবাজার ক্যাম্পাস ও পরবর্তীতে তারাপুর ক্যাম্পাসে স্বাগত বক্তব্য ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাশ, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিকসন দাশ, তারেক আহমদ, বিধান কৃষ্ণ রায়, আব্দুল গফফার রাজু, জালালাবাদ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল মুমিন লাহিন, মাছুম হোসাইন, রুম্মানুল হক রুমান, মহিউদ্দিন রাসেল, দেবাশিষ তালুকদার, জালালাবাদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় পাল রুপম, সালমান আহমদ ফাহাদ, রাজু আহমদ, লাকি নুমান, মাহমুদুর হাসান মনির, মালেক আহমদ, মো: তানভির হোসেন, পাপ্পু পাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, রুপক দাশ, জিল্লুর রহমান, আকাশ দেবনাথ, সুব্রত দাশ, নাজমুল ইসলাম, বিজয় কৃষ্ণ সরকার, মো: জাকির হোসেন, লোকমান আলী, মো: ছাদিক হোসেন, মমিনুল ইসলাম, আলামিন আহমদ স্বাধীন, আব্দুস সালাম পাপ্পু, রাহাত তালুকদার মুন্না, আব্দুল ওয়াজেদ মাহি, মাছুম আহমদ শিপু, ইমদাদুল হাসান অনি, শামীম আহমদ, সৌরভ দাশ, আজহারুল ইসলাম আদর, রেদওয়ান হোসেন, সাজন তালুকদার, সাজ্জাদ হোসেন, অনিক দেবনাথ, নাঈম ইসলাম, রিপন দাশ, হাবিব, তারেক, ছাব্বির, নাঈম ১, নাঈম ২, সাকি চৌধুরী, তাহমিদ তালুকদার, শাহরিয়ার, ফয়ছল, তালহা, তানভির, আরাফাত, সায়েম, ইমরান, হাব্বান, রিয়াজ, মাহি, মারুফ, রিফাত, লিমন, নাছির, রাজন, হুমায়ুন, জিয়া, ফাহিম, ছাব্বির, কোরবান, তালহা, রাহাত, আজিম শেখ, ছাব্বির আহমদ, শাহি আহমদ, সায়মন, শাহরিয়ার, জাবেদ ইব্রাহিম প্রমুখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add