নব-নির্বাচিত এমপি হাবিব- কে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগ নেতৃবৃন্দের অভিনন্দন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১ | আপডেট: ১১:১১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগ ।
গত ৪ সেপ্টেম্বর রাতে হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব হামিদ আহমেদ, সহ-সভাপতি সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেনসহ প্রমুখ।
এ সময় নব-নির্বাচিত এমপি হাবিব বলেন, জননেত্রী শেখ হাসিনা’র প্রচেষ্টায় দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে এবং দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে দেশের শান্তিপ্রিয় সাধারন মানুষ স্বাধীনতার প্রতিক নৌকাকে বিজয়ী করেছে। এ বিজয় দেশকে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশে রূপান্তর করতে সহায়ক হইবে।
বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add