
প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় সংসদের সিলেট-৩ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিপুল বিজয়ে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের নব-নির্বাচিত সাংসদ হাবিবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন নব-নির্বাচিত সাংসদকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন এবং সিলেট-৩ আসনের সকল জনগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
হাবিবুর রহমান হাবিবের নিরঙ্কুশ বিজয়ে নেতৃবৃন্দ বলেন, এ বিজয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকা মার্কার বিজয়। এ বিজয় উন্নয়নের বিজয়। এ বিজয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিজয়। এই বিজয় দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিজয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার বিজয়। উপ-নির্বাচনেও অত্র এলাকার জনগণ তাদের রায় শেখ হাসিনার পক্ষে দিয়েছেন।
জনগণ মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায়। সেজন্য দক্ষিণ সুরমা -বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ এর জনগণ হাবিবুর রহমান হাবিবকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছে। সিলেট-৩ আসনকে নান্দনিক রূপে গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে হাবিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ মানুষের পাশেই থাকবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের প্রচারণা উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত ৯টি টিমকেও ধন্যবাদ জানিয়েছেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দের নেতৃত্বে উপকমিটির নেতৃবৃন্দ প্রচার-প্রচারণা সহ নির্বাচনের বিভিন্ন কর্মকান্ডে ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।