নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: আশফাক আহমদ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১ | আপডেট: ৪:৪১:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, নৌকা প্রতীক মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ৭নং মোগলগাঁও ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আওয়ামী লীগ মনোনিত প্রাথী হিরণ মিয়াকে বিজয়ী করতে হবে। জনগণকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে তাহলেই নৌকার বিজয় নিশ্চিত হবে।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোগলগাঁও ইউনিয়নের লামারগাওঁ এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়ার নির্বাচনী কার্যালয় উদ্বোধন, নির্বাচনী সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী ছান মিয়ার সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা পরিষদের সদস্য শাহনুর মিয়া, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমেদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজান আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. ইউ লাহিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি নজির আহমদ আজাদ, ৭ নং মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুনুর মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সামছুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনা মিয়া, হাজী মঈন মিয়া, মনির উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাদিকুর রহমান মাসুক।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add