
মেঘলা নিউজ ডেস্ক: পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আছিয়া খাতুন (৩০), কুরছি খাতুন (৩৫), নারগিস আক্তার (৩৫), আয়ুব আলী (৩০), ইছাল উদ্দিন (৪০), রমজান আলীকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে গ্রামের রমজান আলী প্রতিবেশী দেলবর হোসেনের ডিঙি নৌকায় গুমানী নদী পার হয়ে বৈঠা বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে ওই বৈঠা খুঁজে না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে রমজানকে মারধর করে। এর জের ধরে গ্রাম প্রধান নজরুল ইসলাম দেলবরের পক্ষ নিয়ে এবং আরেক গ্রাম প্রধান শমসের আলী রমজানের পক্ষে সংঘর্ষে জড়ায়।
ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. আবদুল হান্নান জানান, নারীসহ আহত সাতজনকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় ও শরীরে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিলপাশার ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এসআই এনামুল হকের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।