পদ্মা সেতুর পিলারে বারবার আঘাত ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখা হবে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১ | আপডেট: ৬:২৪:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। এ নিয়ে পাঁচবার ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে।  এ ঘটনাকে তুচ্ছ কোনো ঘটনা বা নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে উল্লেখ করে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ এখানে কোনো ষড়যন্ত্র আছে কি না, অন্তর্ঘাত আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’

আজ শুক্রবার (১৩ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মাসেতু পরিদর্শনে গিয়ে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

মন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীকে বলব এ বিষয়ে গভীরভাবে তদারকি করার জন্য দরকার। এখানে সর্ষের মধ্যে ভূত আছে কি না তাও খতিয়ে দেখতে হবে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশে বিদেশ থেকেও লেগে আছে। সর্ষের মধ্যে ভূত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা। সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারবার পদ্মাসেতুতে আঘাত লাগছে, এর জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সভা হবে।’

‘পদ্মাসেতু আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ পর্যন্ত মূল সেতুর বাস্তব অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ, আর্থিক অগ্রগতি ৯০ দশমিক ১৮ শতাংশ। সেতুর সার্বিক অগ্রগতি ৮৭ দশমিক ২৫ শতাংশ। আগামী বছর জুনের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে সেতু।’

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add