পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন এক বৃদ্ধা

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১ | আপডেট: ৯:২৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে যুবকের ধাক্কায় কফিরন (৬২) বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাতাইর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত কফিরন বেগম উপজেলার কিচক ইউনিয়নের বেঙ্গদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কফিরোন বেগম একই গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০ হাজার টাকা পাবে। সেই পাওনা টাকা আনতে শুক্রবার সকালে আব্দুর রাজ্জাকের বাড়িতে যান। এ সময় বাড়ির পাশে রাস্তায় রাজ্জাকের সঙ্গে কফিরনের দেখা হয়। তখন পাওনা টাকা চাওয়া নিয়ে বৃদ্ধার সঙ্গে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মাটিতে পরে গিয়ে ইটের সঙ্গে মাথা লেগে রক্তাক্ত হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কফিরনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শুক্রবার বিকেলে বৃদ্ধার ছেলে আজিজুল হক আব্দুল রাজ্জাকসহ চারজনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add