পাকিস্তানে করাচিতে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১ | আপডেট: ৪:৫৪:অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির করাচির কোরাঙ্গি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সোমবার এই তথ্য জানায় বলে মঙ্গলবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

করাচি শহরের কোরাঙ্গি এলাকার পুলিশ কর্মকর্তা (এসএইচও) সালিম শাহজাদ জানিয়েছেন, নিহত ওই ব্যবসায়ীর নাম শামসুদ্দিন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি অন্ধ ছিলেন এবং কোরাঙ্গির গরিব নওয়াজ চকে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। পরে তার মৃতদেহ উদ্ধার করে জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

সালিম শাহজাদ আরও জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি অন্ধ ছিলেন। তিনি মূলত বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন এবং এখানে তার পরিবারের কেউ নেই।

এই পুলিশ কর্মকর্তা জানান, নিহত শামসুদ্দিন কোরাঙ্গি এলাকায় আখের রস বিক্রি করতেন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে, তার ব্যবসার ওপরে হয়তো কারও কুনজর পড়েছিল। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা নিহত শামসুদ্দিনের টাকা ও মোবাইল ফোন নেয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add