পা ছুঁয়ে সালাম করে প্রধানমন্ত্রীর দোয়া নিলেন হাবিব

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১ | আপডেট: ৪:১৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন।শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে ‘পা ছুঁয়ে সালাম করে’ দোয়া নেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোস্ট করেন।

ওই পোস্টে হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনটি ছবি প্রকাশ করে লিখেন, ‘সিলেট-৩ আসনের উপনির্বাচনে আমার উপর যে আস্তা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘নৌকা প্রতীক’ আমানত হিসেবে দিয়েছিলেন-আমি, আমার দলীয় নেতাকর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণ প্রিয় নেত্রীর সেই পবিত্র আমানত রক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা আমাদের ছোট আপা শেখ রেহানার প্রতি।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি বিজয়ী হওয়ার পরপরই আমার প্রিয় নেত্রীকে বলেছিলাম, আপা আমি আপনাকে পা ছুঁয়ে সালাম না করে শপথ গ্রহণ করবো না। এই করোনাকালীন কঠিন সময়ে অনেক প্রতিবন্ধকতা থাকলেও প্রিয় নেত্রী আমাকে সম্মতি দিয়েছেন, সময় দিয়েছেন। আমি মন উজাড় করে কথা বলেছি, কথা বলেছি আমার দলীয় নেতাকর্মী ও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের কথা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত আমার এই বিজয়ে।’

প্রসঙ্গত-এর আগে গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙল প্রতীকে ২৪ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে ৫ হাজার ১৩৫ ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন ৬৪০ ভোট। সব মিলিয়ে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৫৯১ ভোট। এ আসনের ভোট ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩টি।গত ১২ জুন সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন প্রদান করা হয়।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add