প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ | আপডেট: ৯:৩৩:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক: প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে আন্ত: ক্রীড়া ফুটবল প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার (৩০ অক্টোবর) বিকেলে জাফলং ইউনিয়নের আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জয়নুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল উদ্দিন, ক্রীড়া শিক্ষক মো. শাহজাহান।

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ফারুক আহমদ, শিহাব উদ্দিন, সবুজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমদ রায়হান, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শাকুর, প্রচার সম্পাদক ফটো সাংবাদিক সোহেল আহমদ, সদস্য আশিক উদ্দিন, মামুনুর রশিদ, কবির আহমদ, আব্দুল আহাদ, রিয়াজ উদ্দিন বাবুল, মো. আব্দুল্লাহ, সিপন আহমদ, শেখ কাইয়ুম, সৈয়দ রাহেল, রাকিব আহমদ, হাবিবুর রহমান, আল-আমিন, আদনান আহমদ, জুবরান আহমদ প্রমুখ।

খেলায় শিহাব একাদশ ২-১ গোলে ফারুক একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। সবশেষে অতিথিবৃন্দ বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add