প্রতিমা ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ শহরে মানববন্ধন

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তি ও প্রতিমা ভাংচুর, নির্যাতন নিপীড়নের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সহ-সভাপতি স্বপন কুমার দাশ, গৌরাঙ্গ পদ দাশ, ঝন্টু দাশ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলার কলি আরতি, সাংগঠনিক সম্পাদক রাধা কান্তি দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় না আনায় প্রতিমা ভাংচুর, নির্যাতন নিপীড়ন বেড়ে যাচ্ছে। দ্রুত এই ভাংচুর কারীদের বিচারের দাবি জানান। পাশাপাশি ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র মুক্তির দাবি করেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add