প্রধানমন্ত্রীকে নিয়ে যুবদল নেতার কটুক্তি, থানায় মামলা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১ | আপডেট: ১০:১০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:  বাংলাদেশে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে শিবগঞ্জ থানা যুবদলের শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফেসবুকে একটি নিউজ শেয়ার করলে অভিযুক্ত শহিদুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় মন্তব্য করেন। এ ধরণের মন্তব্য করায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ বিষয়ে মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দিয়েছি। অনতিবিলম্বে মামলা দায়ের না হলে এবং আসামি শহিদুল ইসলাম হায়দারীকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনে যাব।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে কিছুক্ষণ পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। তারপর প্রায় আধঘণ্টা যাবত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add