প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তিন দেশে যাচ্ছেন সিলেট-৩ আসনের এমপি হাবিব

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ | আপডেট: ৫:০০:অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিনটি দেশে যাচ্ছেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব। আগামীকাল রোববার ভোরে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তিনি প্রথমে ইংল্যান্ডে যাবেন। এরপর সেখান থেকে স্কটল্যান্ড ও ফ্রান্সেও সফর করবেন হাবিব।

প্রধানমন্ত্রীর সাথে তিনি যে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তন্মধ্যে রয়েছে- ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের Framework Convention on Climate Change (UNFCC)-এর Conference of Parties (COP)-এর ২৬তম বার্ষিক অধিবেশনের শীর্ষ বৈঠকে অংশগ্রহণ।

৩ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে বিভিন্ন কর্মসূচি রয়েছে। ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য Unesco-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy পুরস্কার প্রদান অনুষ্ঠানে ও ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপনের উচ্চ পর্যায়ের সভায় যোগদান করবেন এমপি হাবিব। এ সফরে যাওয়ার প্রাক্কালে সবার কাছে দোয়া চেয়েছেন এমপি হাবিব।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add