
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় উপজেলা পরিষদ হলরুম প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থতি ছিলেন উপস্থিত উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওয়াদুদ, তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, প্রচার সম্পাদক বজলু পাঠান, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন, কার্যনির্বাহী সদস্য ফয়জুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আলীম, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আমিরুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সদস্য তজব আলী, দেলোয়ার মাহমুদ রিপন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিল্লাল আহমেদ, আরিফুল ইসলাম সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার হোসেন, ফরিদ উদ্দিন, তারিকুল ইসলাম, তাঁতীলীগ নেতা রাসেল আহমদ।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সহ ভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম জয়, তুহিন বক্স, দপ্তর সম্পাদক নাঈম আহমদ অনন্ত, , সাংস্কৃতিক সম্পাদক ওমর আলী,এম সাইফুর রহমান ডিগ্রি সহ সভাপতি সেলিম মিয়া (বিএ), উপজেলা ছাত্রলীগ নেতা আপন তাহসান, মামুন আহমদ, হাবিবুর রহমান সোহেল মিয়া,নুর মোহাম্মদ প্রমুখ।
শতাধিক মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মিলাদ ও তাবারক বিতরণ করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব নুর মোহাম্মদ। এরপর উপজেলা ছাত্রলীগের উদ্বোগে বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।