
মেঘলা নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন । সংসদ অধিবেশনে যোগ দিয়েই তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন। বুধবার সিলেট প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সুত্র।
এর আগে, ৪ সেপ্টেম্বর শনিবার সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিব ৯০ হাজারের বেশী ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে৭ সেপ্টেম্বর হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
১২ সেপ্টেম্বর রোববার সংসদ সদস্য হিসেবে হাবিবুর রহমান হাবিব শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকাল ৪টায় সংসদ ভবনের শপথ কক্ষে তার শপথ বাক্য পাঠ করান।