ফলাফল যাই হোক, মেনে নেব: নৌকা প্রার্থী হাবিব

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ | আপডেট: ১২:৩৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নিব। তবে ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে তাতে দিন শেষে তার প্রতীক নৌকার বিজয়ই হবে বলে মনে করছেন তিনি।

শনিবার সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাবিব বলেন, সকালে মা-বাবার কবর জিয়ারত করে তিনি ভোট দিতে এসেছেন। ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে তাতে বিকেল ৪টার পর নৌকা প্রতীকেরই বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে ফলাফল যাই হোক না কেন জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নেয়ার কথাও জানান হাবিব। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন।

প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ করে হাবিব বলেন, সিলেট-৩ আসনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক অবৈধভাবে টাকা উড়ানো শুরু করেন। এতে নির্বাচনী পরিবেশ কলুষিত হয়েছে। নির্বাচন কমিশনকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add