বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমান জড়িত: সিলেটে হানিফ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ | আপডেট: ৪:০১:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

স্টাফ রিপোর্টার: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের  স্মরণে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, ১৫ আগস্ট আর ২১ আগস্ট একসূত্রে গাঁথা। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে হত্যার পেছনে জিয়াউর রহমান জড়িত। জিয়া তার শাসনামলে জাতির পিতার হত্যকারীদের বিচার না করে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেন।জিয়া নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন অথচ তিনি ছিলেন পাকিস্তানীদের এজেন্ট।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add