
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন ও বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যবর্তী রাস্তার সিমানা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (১ সেপ্টেম্বর) বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদ ও বাদেপাশা সি এন জি স্টেন্ড এর যৌথ উদ্যোগে ১০ং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন সাহেব এর নেতৃত্বে এই দুই ইউনিয়নের মধ্যবর্তী গ্রামের রাস্তার সিমানা নির্ধারণ করা হয়। পরে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে সিমানায় একটা সিমানা বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদের কার্যকরী সদস্য মাওলানা জসীম উদ্দিন রাহমানীর সঞ্চালনায় রাস্তার উন্নয়ন কাজের জন্য বিভিন্ন শলাপরামর্শ ও আলাপ-আলোচনা করা হয়।
আলোচনা সভায় পাকশাইল গ্রামের দক্ষিণ দিকে সুপাটেক হয়ে হাকালুকি হাওর পর্যন্ত রাস্তার কাজের জন্য উভয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ উভয় এলাকার গন্যমান্য মুরব্বিয়ানদের সমন্বয়ে মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন ও গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এম পি, সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে দেখা করে লিখিত ও মৌখিক ভাবে জোরালো আবেদন করা হবে বলে সিন্ধান্ত গ্রহণ করা হয়। পরিশেষে উভয় চেয়ারম্যান গন সমন্বয় করে কাজগুলা এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সকলের পক্ষ থেকে অনুরুধ জানান।