
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও রাস্তা কাটার মিলিং মেশিন কভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (১৬ আগস্ট) রাতে উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মাহমুদা খাতুন, সাইফুল ইসলাম, অজ্ঞাত পরিচয়ে আরেক নারী। তারা সবাই ইপিলিয়ন গার্মেন্টসের কর্মরত শ্রমিক।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মদনপুর থেকে নাফ পরিবহণ নামের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে দেওয়ানবাগ বন্দর স্টীল মিলের সামনে আসলে রাস্তা কাটার মিলিং মেশিন কভার্টভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।
গাড়ী দুটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।