বিছানায় রক্তের দাগ, সংবাদ সম্মেলনে আসছেন পরী

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ | আপডেট: ১:০৭:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন চিত্রনায়িকা পরীমনি।

নতুন বছরের প্রথম প্রহরে রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই ঘোষণা দেন পরীমনি।

তিনি লেখেন, ‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’

তবে সংবাদ সম্মেলন কোথায়, কখন সেসব কিছু স্পষ্ট করেননি তিনি।

এ নিয়ে জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

হঠাৎ করেই শুক্রবার মধ্যরাতে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এদিন রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পরীমনির এমন বক্তব্য নিয়ে এখনও মুখ খোলেননি তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

বিষয়টি নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্ট ও পরীমনির দুজন ঘনিষ্ঠজনের সঙ্গে শনিবার কথা হয় । তারা দুজনই নাম প্রকাশে অনিচ্ছুক।

তাদের একজন জানিয়েছেন, তিনি তেমন কিছু জানেন না, আর জানলেও মন্তব্য করতে রাজি নন।

আরেকটি সূত্র জানায়, তার সঙ্গে পরীমনির কথা হয়েছে। পরীমনি এখন তার বাসাতেই অবস্থান করছেন।

তিনি বলেন, ‘তাদের বিষয়টি একটু সিরিয়াস দিকেই গড়িয়েছে। শুনলাম রাজের পরিবার থেকেও তাদের বিয়েবিচ্ছেদের বিষয়টি নিয়ে ভাবছে।’

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এ বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add