বিরিয়ানি রান্না করতে গিয়ে বাবুর্চির মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে দোকানের হালখাতার বিরিয়ানি রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। নিহত ওই বাবুর্চির নাম মো. চান মিয়া (২৫)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের কালাই শেখের ছেলে।

২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিমুজ্জামান বলেন, মাজেদ মোল্যার দোকানের হালখাতার বিরিয়ানি রান্না করার জন্য তার বাড়িতে যান মো. চান মিয়া।

রাতে রান্না করার সময় একটি বাল্ব তারসহ সুবিধাজনক স্থানে নিয়ে যেতে তিনি বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিক তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই চান মিয়ার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add