বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেটিনা ম্যাচ স্থগিত

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১ | আপডেট: ১১:৩৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১
ব্রাজিল-আর্জেটিনা ম্যাচ

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় করিন্থিয়ান্সে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচের আর্জেন্টিনা দলে আছেন ইংল্যান্ডে খেলা চার ফুটবলার-এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্তিনেস, জিওভানি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরো। নিয়ম ভাঙার অভিযোগও এই চার জনের বিরুদ্ধে।

কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে তিন খেলোয়াড়কে ম্যাচে রাখার কারণে স্বাস্থ্য কর্মকর্তার আপত্তিতে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ব্রাজিলের এক স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে বচসা ও তাকে ধাক্কার মারার ঘটনাও ঘটে ম্যাচের পাঁচ মিনিটের মাথায়। এনিয়ে খেলায় উত্তেজনা সৃষ্টি হয়, এবং আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়েও যান। উদ্ভুত পরিস্থিতিতে ম্যাচ রেফারির সিদ্ধান্তের বরাত দিয়ে কনমেবল ম্যাচ স্থগিতের কথা জানিয়েছে।

লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্তা সংস্থা কনমেবল এক টুইটে রোববার জানায়, ম্যাচ রেফারি স্থগিত করে দিয়েছে ফিফা আয়োজিত বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ।

কনমেবলের বিবৃতিতে বলা হয়, ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার ফিফার শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে প্রতিবেদন দেবে। তার ওপর ভিত্তি করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এই প্রক্রিয়া বর্তমান নিয়ম দৃঢ়ভাবে অনুসরণ করেই এগোবে। বিশ্বকাপ বাছাই পর্ব ফিফার প্রতিযোগিতা। এ ব্যাপারে সকল সিদ্ধান্তের ক্ষমতা আছে কেবল ওই প্রতিষ্ঠানেরই।

ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সি (আনভিসা) আগেই জানিয়েছিল, কিছু ব্যতিক্রম ছাড়া অ-ব্রাজিলিয়ানদের জন্য ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের অবশ্যই (ব্রাজিলে) আসার সময় কর্তৃপক্ষকে অবগত করতে হবে এবং ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। “যারা কারাকাস (ভেনিজুয়েলা) থেকে গুয়ারুলোসের একটি ফ্লাইটে ব্রাজিলে এসেছে, সেই খেলোয়াড়রাই প্রশ্নের মুখে রয়েছে। বিধিনিষেধের আওতায় থাকা চারটি দেশ থেকে আসা এই খেলোয়াড়রা কোথাও শেষ ১৪ দিন কোয়ারেন্টিনে থাকেনি।” এক বিবৃতিতে জানায় আনভিসা।

আগে থেকে দেওয়া এই সতর্কতা সত্ত্বেও আর্জেন্টিনা দল কোয়ারেন্টিনের শর্ত থাকা ওই দেশগুলো থেকে আসা চার খেলোয়াড়ের তিনজনকে খেলাচ্ছিল এই ম্যাচে। রয়টার্স জানিয়েছে, কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার দায়ে আর্জেন্টিনার একাদশের তিন খেলোয়াড়ের (এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো) খেলা নিয়ে আপত্তি জানায় স্বাস্থ্য কর্মকর্তারা।

ম্যাচের পঞ্চম মিনিটে আনভিসার এক কর্মকর্তা খেলোয়াড়দের বিরুদ্ধে আপত্তি নিয়ে মাঠে উপস্থিত হলে আর্জেন্টিনার দুই খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি ও মার্কোস আকুনা তাকে ধাক্কা মারেন। তিনিও পালটা ধাক্কা মারেন এদের একজনকে, এনিয়ে মাঠে উত্তেজনা সৃষ্টি হলে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে যান।

আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসি জানিয়েছে, ম্যাচ অফিসিয়ালদের বাইরের উপস্থিত ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছেন তারা। এ ঘটনার কিছুক্ষণ পর মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।

ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়রা স্বাস্থ্য কর্মকর্তাদের ঘিরে ধরার পর তারা কথা বলেন মেসি ও নেইমারের সঙ্গে। সেখানে সমস্যার সমাধান হয়নি। ব্রাজিলিয়ান খেলোয়াড়-কোচদের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, ব্রাজিল কোচ তিতে ও মেসির সঙ্গে কথা বলেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানায়, অভিযুক্ত চার খেলোয়াড় যদি কোয়ারেন্টিন থেকে অব্যাহতি পাওয়ার নথিপত্র দেখাতে না পারেন, তাহলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাদের অংশগ্রহণ আটকে যেতে পারে।

অ্যাস্টন ভিলা ও টটেনহামে খেলার কারণে এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্তিনেস, জিওভানি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরোর কেউই ১৪ দিনের এই কোয়ারেন্টিন পালন করেননি। তারা ইংল্যান্ড থেকে প্রথমে পা রেখেছেন আর্জেন্টিনায়। সেখান থেকে তারা ভেনিজুয়েলায় ম্যাচ খেলে পা রেখেছেন ব্রাজিলে। আর্জেন্টিনা ও ভেনিজুয়েলায় যদি তারা ১৪ দিন কাটিয়ে আসতেন তাহলে আইনি বাধ্যবাধকতা পূরণ হতো তাদের বলে জানিয়েছে সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add