বিশ্বনাথের কালিগঞ্জে ইট ভাটায় সন্ত্রাসী হামলা,৬ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ | আপডেট: ৮:৫৪:অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথ থানার ৭নং দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজারে আল আমিন ব্রিকস ফিল্ড নামক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

এসময় হামলাকারীরা শ্রমিকদের মারধর এবং ইট ভাটার মালিককে ২ ঘন্টা আটকিয়ে রেখে ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ করেছেন ইটভাটার মালিক ইশ্বার্দ আলী (৭০)।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ইট ভাটার মালিক ইশ্বার্দ আলী সিলেটের মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম ও আমলী ৩নং আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- বিশ্বনাথ সিআর ২০/২০২১। ধারা ৩০৭/৩৮৫/৩৪১/৩৮০/৪৪৮/৫০৬(২)৩৪ দঃ বিঃ।

মামলায় বিশ্বনাথ থানার ধুপাখলা গ্রামের হবিব উল্ল্যার ছেলে মুহিবুর রহমান বাচ্চু (৪৫), আলাপুর গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে দবিরুল ইসলাম (৫০), মইজপুর গ্রামের মছদ্দর আলী ছেলে মহরম আলী (৫৫), গোবিনপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আখতার ফারুক (৪০), মৃত খুর্শিদ আলীর ছেলে এনাম হোসেন উরফে লাল মিয়া, মোল্লারগাও গ্রামের ময়না মিয়ার ছেলে ফজর আলী (৪০), শরিষপুর গ্রামের সাতির আলীর ছেলে ফয়জুল (৪০), রঘুপুর গ্রামের মদরীছ আলীর ছেলে ফরিদ (৫০) সহ অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সুনামের সাথে আল আমীন ব্রিকস্ ফিল্ড এর মাধ্যমে ব্যবসা করে আসছেন ইর্শ্বাদ আলী। উক্ত আসামীরা তার কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করে থাকে। এমনকি ব্যবসা করতে হলে আসামীদের ১ কোটি টাকা চাঁদা দিতে হবে বলে তারা দাবি করে।

এমতাবস্থায় তিনি ভয়ে গত ১৪ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে বিশ্বনাথ বিবিধ ৩৯/২০২১ইং মামলা দায়ের করেন। এতে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে ১৭ সেপ্টেম্বর ইট ভাটায় অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর, লুটপাত শ্রমিকদের মারধর করে এবং ইট ভাটার মালিক ইর্শ্বাদ আলীকে রুমের ভিতর ২ ঘণ্টা তালাবদ্ধ করে লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধণ ও ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ, স্থানীয় ও স্বাক্ষীদের সহযোগিতায় ইট ভাটার মালিককে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করে। আসামীদের ভয়ে বর্তমানে ইর্শ্বাদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন মহলের প্রতি সহযোগিতা কামনা করেছেন ইর্শ্বাদ আলী।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add