বিশ্বনাথে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেলেন নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেছেন, লগডাউনে ক্ষতিগ্রস্থ উপজেলার প্রতিটি সেক্টরের নাগরিকদের খাদ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খাদ্য উপহার দেয়া হচ্ছে। আগামীকাল (বুধবার) থেকে লগডাউন আর থাকছে না। তাই সকল ব্যবসায়ীবৃন্দ যাতে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক ব্যবহার করে দোকানপাট খুলে ব্যবসা পরিচালনার আহবান জানান।

তিনি মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ‘করোনা’র কারণে সরকারের ঘোষিত লগডাউনের কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশ্বনাথ পৌর এলাকার নতুন বাজারের ১২৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন।

খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, সাংবাদিক নবীন সোহেল। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার নাঈম আহমদ, গিয়াস উদ্দিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add