বিশ্বনাথে ‘মানবতার ঘর’ কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ | আপডেট: ৩:৫৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

বিশ্বনাথ সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ এলাকার অসহায়, গরীব মানুষের মূখে হাসি ফুটানোর লক্ষ্যে প্রথমে মানবতার দেয়াল, দেয়াল থেকে ঘর এখন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় সিংগেরকাছ বাজারে ‘মানবতার ঘর’ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বর্তমান কান্ট্রি কো-অর্ডিনেটর মইন উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব নিজাম উদ্দীন, ফয়সাল খান, সংগঠক আবু সুফিয়ান। সংগঠক মুহিন আহমেদ নেপুর এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার ঘর এর সদস্য ইকবাল হোসেন, সাহাব উদ্দীন নাজেল, মিয়াদ আহমদ, ফাহিম আহমদ ইমন, শায়েখ, আলম, আমিনুল, অলিউর, আলিম উদ্দীন, লালন, জাকির, পারভেজ, আরকান, শাকিল, সাব্বির, সুহেল, ইসমাইল প্রমুখ।

‘মানবতার ঘর’ ইতিমধ্যে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র,সবজি, বীজ বিতরণসহ রাস্তা সংস্করণ, গোলচত্তর এর দাবীতে মানববন্ধন, স্পীড ব্রেকারে রঙ করা, ফ্রি দাতের চিকিৎসা, ফ্রি রক্তের গ্রুপ নির্নয় সহ বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্পেইন করে আসছে। এছাড়াও বর্তমানে সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার ও ছাগল বিতরণ কাজ চলছে ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add