বিশ্বম্ভরপুর থেকে বিদেশী মদ সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১ | আপডেট: ৫:৩৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানাধীন এলাকা থেকে বিদেশী মদ সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলেন, ১। তাওহীদুল ইসলাম (২০), সে বিশ্বম্ভপুর থানার উত্তর কাপনা গ্রামের মোঃ নবী হোসেনের ছেলে। ২। শাওন দাস (১৯), সে একই থানার গোবিন্দ নগর গ্রামের কালি কুমার দাসের ছেলে।৩। রতন দেবনাথ (১৯),  সে বিশ্বম্ভপুর থানার তালের তল গ্রামের রমন দেবনাথের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ৯ টা ৫৫ মিনিটের সময় বিশ্বম্ভপুর  থানাধীন তালের তল সাকিনস্থ একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯এর  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং এএসপি আব্দুল্লাহ ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৫ বোতল বিদেশী মদ, ২টি মোবাইল,২টি সীমকার্ড , এবং নগদ ৬,৭৮০ টাকা উদ্ধার  করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীগণ ও জব্দকৃত আলামত সমূহ সহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add