বিশ্ব রেকর্ড গড়া বাংলাদেশি ক্রিকেটার আবুল হোসেন রাজু আমেরিকার হয়ে খেলবেন ।

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ | আপডেট: ৫:২৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
আবুল হাসান রাজু

আমেরিকা জাতীয় ক্রিকেট দলের খেলার জন্য দেশের ক্রিকেট ছেড়ে আমেরিকা পাড়ি জমাচ্ছেন বিদেশী অনেক তারকা ক্রিকেটার। এদের মধ্যে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, শ্রীলঙ্কার শিহান জয়সুরিয়া, আমিলা আপোনসো, পাকিস্তানের সামি আসলাম। ভারতের উন্মুক্ত চাঁদ ও ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট রয়েছে।

এবার সেই তালিকায় যোগ হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার আবুল হাসান রাজু। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সর্বশেষে ২০১৮ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এরপর থেকে জাতীয় দলে আর বিবেচনায় ছিলেন না আবুল হাসান রাজু।

তবে বর্তমানে আমেরিকার অবস্থান করছেন তিনি। সেখানে মাইনোর লিগে খেলছেন তিনি। এ লিগে ভালো করলে সুযোগ মিলবে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য মেজর লিগে। শীর্ষ এ লিগে পারফর্ম করলে খুলে যেতে পারে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দরজা।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add