
পারভেজ আহমদ রাজু: মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার– এই স্লোগান সামনে রেখে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে বিট পুলিশিং অফিসারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে বিট পুলিশিংয়ের ওই কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিশ বিন হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) জাকির হোসেন,বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক মেহেদী হাসান, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌছ উদ্দিন, থানাবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বিলাল আহমদ, সেক্রেটারি আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য সামছুল হক, স্থানীয় মুরব্বি কমর উদ্দিন, কালু মিয়া, ময়না মিয়া, বিট কর্মকর্তা এসআই শাহ মোহাম্মদ হিমেল, সহকারি এএসআই মৃদুল দাস, স্থানীয় যুবক মাছুম আহম, ফয়ছল আহমদসহ অনেকে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, মানুষের বিপদে ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়াবে পুলিশ। বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেয়ার লক্ষ্যে। বিট পুলিশ অফিসার সার্বক্ষনিক ইউনিয়নের সাধারণ মানুষকে আইনি সেবা প্রদান করার প্রত্যয়ে প্রত্যক বিট অঞ্চলের জন্য নিজস্ব মোবাইল নাম্বর চালু করা হয়েছে। এত করে কর্মকর্তা বদলী হলেও সাধারন মানুষের সেবায় যাতে কোন ব্যাঘাত না ঘটে।
নতুন এই কার্যালয়ের কারণে অপরাধ প্রবনতা হ্রাস পাবে জানিয়ে সিলেটের পুলিশ সুপার বলেন, এ কার্যালয়ের কারণে জলঢুপ বাজার এলাকার পরিবেশেরও উন্নতি হবে এবং এখানকার মানুষ তাদের দোরগোড়ায় পুলিশী সেবা নিতে পারবেন।