
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পাথারিপাড়া গ্রামের সৌখিন মাছ শিকারি আব্দুল আলিমের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। গতকাল মঙ্গলবার বিকেলে বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত সুনাই নদীর সারোপার বাজারের সাইটে বিরল প্রজাতির এ মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম ।
খবর পেয়ে উৎসুক জনতা মাছটি দেখার জন্য গভীর রাত পর্যন্ত স্থানীয় বাজারে ভিড় জমান। ইন্টারনেট ঘেঁটে জানা যায়, আকৃতি গঠনে এবং রংয়ে মাছটি সাকার প্রজাতির মাছ, এটি সাধারণত বাংলাদেশে অনেক বিরল। মাঝেমধ্যে বাংলাদেশের জলাশয়ে এ মাছটি ধরা পড়ে।
বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রায়ই এই মাছটি নিয়ে খবর ছাপা হয়। দেশের বিভিন্ন জেলার নদী, খাল-বিল, হাওর এমনকি বড় পুকুরেও মাছটি ধরা পড়ার খবর পাওয়া যায়। এটি বাংলাদেশের স্থানীয় মাছ নয়, মূলত এটাই খবর হওয়ার প্রধান কারণ।
মাছটির নাম ‘সাকার মাউথ ক্যাট ফিস’। এটির আদি নিবাস দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলের দেশগুলো, যেমন-ব্রাজিল, গায়ানা, সুরিনাম, ত্রিনিদাদ এবং ট্যোবাগো। এই মাছটি জলাশয়ের তলদেশের খাবার চুষে বা টেনে তুলে খায়। আর একারণে এর এমন নাম। নিচের দিক থেকে দেখলে স্বচ্ছ পর্দা বা পেটের ভিতরের প্রত্যঙ্গগুলো দেখা যায়। মাছটিকে কমন প্লিকো এবং হাইপোস্টোমাস প্লিকোস্টোমাস নামেও ডাকা হয়।
মাছটির দেহে মাংসের পরিমাণ দেহের মোট ওজনের তুলনায় খুবই কম হওয়ায় এবং বৃদ্ধি কম হওয়ায় এটি খাওয়ার মাছ হিসেবে তেমন সমাদৃত হয়না। গায়ে সুন্দর ডোরাকাটা দাগ এবং ব্যতিক্রমী ভঙ্গিমায় খাবার গ্রহণের কারণে অ্যাকুরিয়ামে শোভাবর্ধক মাছ হিসেবেই এটি জনপ্রিয়।