
মেগলা নিউজ ডেস্ক: পৌরশহরের শহরতলী এলাকায় রোগী সেজে অভিনয় কায়দায় চুরি করতে এসে জনতার হাতে এক নারী আটক হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সিটি ডায়াগনস্টিক সেন্টারে টাকা চুরিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
রোগীবেশী আটক পেশাদার নারী চোরকে (৪২) এরআগেও চুরিকালে বিয়ানীবাজারের জামান প্লাজাসহ একাধিক জায়গায় থেকে আটক করা হয়েছিল। বিয়ানীবাজার পৌরশহরে ভাড়া বাসায় থাকলেও তার স্বামীর বাড়ি জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের কোণাগ্রাম এলাকায়।
সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম সুয়েল বলেন, ডাক্তার দেখাতে আসা এক মহিলার ব্যাগ ও নগদ অর্থ চুরির সময় আটক করা হয় অভিযুক্ত নারীকে। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, গত বছর একই কায়দায় একাধিক চুরির ঘটনা ঘটে।
সিটি ডায়াগনস্টিক সেন্টারে গত বছর আমেরিকা প্রবাসী এক দম্পতি ডাক্তার দেখাতে আসলে পঞ্চাশ হাজার টাকা চুরি যায়। পরে সিসিটিভি ফুটেজে সে সময় বোরকা পরা এক নারীকে টাকা হাতে দ্রুত বের হয়ে যেতে দেখা যায়। গত বছর ধরা না পড়লেও এবার তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নারীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় দুইটি ও কানাইঘাট থানায় একটি মামলা রয়েছে। সে গত বছরের জানুয়ারি মাসে পৌর শহরের জামান প্লাজায় স্বর্ণ চুরিকালে ব্যবসায়ীরা আটক করে পুলিশে সোপর্দ করেছিলেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, দীর্ঘদিন থেকে ওই নারী চুরির সঙ্গে জড়িত। আগেও তাকে বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া বিয়ানীবাজার থানায় ২টি ও কানাইঘাট থানায় ১টি চুরির মামলাও রয়েছে তার বিরুদ্ধে