
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার উপজেলাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুন্ঠিত স্বর্ণালঙ্কারসহ তিন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার চারখাই এলাকার ঘোলাঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- ওসমানীনগর উপজেলার খাদিমনগর গ্রামের আরফানুল্লাহর ছেলে খোকন রেজা (৩৬), ছাতক উপজেলার মাধবপুর কালারুকার মৃত হাতিম আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন (২৪) ও ছাতকের ঝাউয়া এলাকার বড়কাপন গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মোনায়েম (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে ১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, কানাইঘাট এলাকার একটি বাড়িতে ডাকাতি শেষে ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। কানাইঘাট থানায় ডাকাতির শিকার হওয়া বাড়ির গৃহকর্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হবে।