বিয়ের কথা বলে তাঁতী লীগ নেত্রীকে ধর্ষণ করলেন আ.লীগ নেতা

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ | আপডেট: ৩:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়িতে বিয়ের কথা বলে তাঁতী লীগের এক নারী নেত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (৬ অক্টোবর) ওই নারী বাদী হয়ে রফিকুলকে আসামি করে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আ.লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি। রফিুকুল বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি।

মামলায় ওই নারী নেত্রী উল্লেখ করেন, বিয়ের আশ্বাসে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ ভাড়া বাসাতেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন।

তবে কিছুদিন ধরে বিয়ে করতে চাপ দিলে রফিকুল নানা তালবাহনা শুরু করেন। ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকিও দেন বলে অভিযোগ নারী নেত্রীর। ফলে বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করেন তিনি।

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। এছাড়া বিষয়টি নিয়ে পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারাও মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ওসি মো. মাসুদ রানা। তিনি বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই নারী মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আসামি রফিুকুল ইসলামকে গ্রেপ্তারে চেষ্টা চলছে‌ বলে জানান তিনি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add