বিয়ের ১৯ দিনের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক :: গাজীপুরে বিয়ের ১৯ দিনের মাথায় সামিয়া সুলতানা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মহানগরের কাঠালদিয়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি গাজীপুরের কালীগঞ্জের রাসুরা এলাকার মো. বিল্লাল শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ সেপ্টেম্বর টঙ্গীর পশ্চিম থানার কাঠালদিয়া এলাকার কবির হোসেনের সঙ্গে পারিবারিকভাবে সামিয়া সুলতানার বিয়ে হয় হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। মঙ্গলবার স্বামী কাজে চলে যাওয়ার পর সকাল ৮টার দিকে সামিয়া সুলতানার কক্ষে যান তার শাশুড়ি।

সাড়াশব্দ না পেয়ে স্বজনদের নিয়ে জানালা দিয়ে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানান, বিষয়টি হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add