
মেগলা নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজার অগ্রনী-৫৭ লন্ডনী রোড নিবাসী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরীর শনিবার (২৮ আগষ্ট) বিকাল ৪টায় হযরত শাহাজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়েছে। সম্মাননা শেষে বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন আর ডিসি মো. আবু তালেব, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, বীর মুক্তিযোদ্ধা সোয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাশ, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাশ, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা টেনাই উল্লাহ্ আব্দুল রহিম, বীর মুক্তিযোদ্ধা বিজয় প্রসাদ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মন্টু দাশ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, মুক্তিযোদ্ধা সন্তান ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক, সাইদুর রহমান এপলু, ফাহিম মোমতাজ, নোওসাদ আহমদ, আমছল হক, কাজী সুলেমান, কাজী রুমান, কাজী জুনেদ, গুলজার আহমদ প্রমুখ।