
মেঘলা নিউজ ডেস্ক:: বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে এমদাদুল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গাজীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। আটক মো. এমদাদুল হক (৪৫) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মহিলা মাদরাসার পরিচালক।
স্থানীয়রা জানায়, এমদাদুল গত ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনার পরপরই শিশুর বাবা থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার বিকেলে এমদাদুলকে আটক করে পুলিশ।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।