
মেগলা নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় প্রেমিকাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে একটি চা-বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে জামিল আহমদ (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই যুবক বিয়ানীবাজারের গড়েরবন্দ এলাকার কমর উদ্দীনের ছেলে জামিল আহমদ (২১)। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছন বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, বেড়াতে যাওয়ার কথা বলে তরুণীকে চা-বাগানে নিয়ে ধর্ষণ করে কথিত প্রেমিক। পরে ওই তরুণীর ভাই বাদী হয়ে তিনজনের নামে মামলা করেন। মামলার পরেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল রাতে প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হলো। বাকী আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।