
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন এলাকা থেকে ৫১০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম মো. মাহবুবুর রহমান (৬৭)। তিনি বড়লেখা উপজেলার সুরিকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
র্যাব জানায়- সোমবার (০৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল উপজেলার সুরিকান্দি এলাকায় অভিযান চালায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে তাকে আটক করে র্যাব। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
আরো পড়ুন: জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন