ভারতের করোনা ভাইরাসের প্রকোফ দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫০০

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১ | আপডেট: ২:৩৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
ভারতের করোনা ভাইরাসের প্রকোফ

মেঘলা নিউজ ডেস্ক: ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা আবারো লাফিয়ে লাফিযে বাড়ছে। এছাড়া ভারতের করোনা ভাইরাসের প্রকোফ গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫০০। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবারও দেশটিতে সক্রিয় রোগী বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন মানুষ।

অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫০৯ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু বেড়েছে ৪৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৫২৯ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে ভারতে বিপরীত চিত্র বজায় রয়েছে। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ হাজার ১৮১ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৮৩ জনে।

ভারতে বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৮০৩ জন। একই সময়ের মধ্যে রাজ্যটিতে মারা গেছেন ১৭৩ জন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add