
আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের দলের অধিনায়ক হিসেবে আছেন বিরাট কোহলি।.
অশ্বিন জায়গা পেলেও বাদ পড়েছেন শিখর ধাওয়ান। গত শ্রীলঙ্কা সিরিজেও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এই ওপেনার। ১৫ সদস্যের দলের বাইরে তিনজনকে রিসার্ভ রেখেছে ভারত। তারা হলেন শ্রেয়াস আয়ার, দ্বীপক চাহার ও শার্দুল ঠাকুর।
বিশ্বকাপের ভারতীয় দল :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সুরইয়া কুমার যাদব, ঋষভ পান্ত, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।