মণ্ডপে হামলার ঘটনায় আরও তিনজন আটক

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১ | আপডেট: ৩:০২:অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার কালিকাপুর গ্রামের মৃত মফিজ উল্যাহর ছেলে আনোয়ারুল ইসলাম (২৯), আলীপুরের মৃত আবুল খায়েরের ছেলে আবু তালেব (৪৭) ও হাজীপুরের মৃত সৈয়দ আহম্মদের ছেলে মো. ফরহাদ (২৭)।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে তাদেরকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ নিয়ে বেগমগঞ্জে হামলার ঘটনায় ১২৬ জনকে আটক করা হলো। গত ১৫ অক্টোবর হামলার ঘটনায় বেগমগঞ্জ থানায় ১০টি মামলা দায়ের করা হয়।

সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। ওসি বলেন, ‘শনিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।’

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add