মন্দির ভাংচুরের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১ | আপডেট: ৫:৪৭:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

মেগলা নিউজ ডেস্ক:  খুলনার রূপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলাপাড়ায়, মৌলভীবাজারের কুলাউড়া এবং ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন হত্যা ও সারাদেশে হিন্দু পরিবারের উপর হামলা ও মন্দিরের প্রতিমা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) এর উদ্দ্যোগে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনায়  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শম্ভু সরকার রবিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি জয় ধর, সম্পাদক লিটন দেব, দপ্তর সম্পাদক অনিক ভট্টাচার্য, টিএসএস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৌরভ আদিত্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, বাংলাদেশ হিন্দু মহাজোটের সহ সাধারণ সম্পাদক সত্যকাম ভট্টাচার্য, অনুরাগ দত্ত, পরিতোষ দাশ, সাংস্কৃতিক কর্মী নৃপেশ সূত্রধর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭ আগস্ট শনিবার দুপুর ৩ টা থেকে ৫ টা পর্যন্ত খুলনা জেলার রুপসা উপজেলায় শিয়ালি গ্রামে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ৪ টি বড় মন্দির সহ ১০ টি মন্দির, ৫৭টি বাড়িঘর ও ৭ টি দোকান ভাঙচুর ও লুটপাট করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি সহ দেশত্যাগ ও প্রাণ নাশের হুমকি দেয় ।

বক্তারা আরও বলেন, খুলনার শিয়ালি গ্রামের ঘটনা সহ উল্লেখিত ঘটনা সমূহ তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আক্রান্তদের দ্রুত সহায়তা ও নিরাপত্তার পাশাপাশি সারাদেশের সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add