মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে : বদরুল ইসলাম শোয়েব

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১ | আপডেট: ৬:০২:অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সমৃদ্ধ ও উন্নত দেশ গড়বে এদেশের তরুণ প্রজন্ম। যোগ্য নাগরিক হিসেবে তারাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পথ দেখাবে। এই সমৃদ্ধির জন্য সুশিক্ষার বিকল্প নেই। সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে যুগোপযোগী শিক্ষার পাশাপাশি প্রয়োজন নৈতিক গুণাবলী অর্জন।

রবিবার (৩১ অক্টোবর) সকালে গোলাপগঞ্জের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বদরুল ইসলাম শোয়েব আরও বলেন, আমাদের দেশের জনসংখ্যা বেশি, কিন্তু চাকরির ক্ষেত্র সে তুলনায় কম। তাই শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে উদ্যোগী হতে হবে এবং অন্যদের জন্য কর্মসংস্থান গড়ে তুলতে হবে। কর্মমূখী সেই শিক্ষার ভীত গড়তে হবে স্কুল পর্যায় থেকে। যুগোপযোগী ও সুশিক্ষার মাধ্যমেই আমাদের দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করতে হবে। সেই লক্ষ্যে শিক্ষার্থীর মেধা বিকাশের সাথে সাথে তার শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে ও নেতৃত্ব বিকাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছেন।

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থী সামাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাদা, সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ হোসেন মোহাম্মদ আলী, রুকন উদ্দিন। বিদ্যালয়ের শিক্ষার্থী রাহিন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থী কাশেম আহমদ, ইসলাম উদ্দিন, পারভেজ আহমদ, ফৌজিয়া জান্নাত চৌধুরী ও লিমা আক্তার।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add