মহিউদ্দিন শীরুর মৃত্যুবার্ষিকীতে জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২ | আপডেট: ১০:১৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কবি মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

রোববার (২৫ সেপ্টেম্বর) বাদ জোহর নগরের হজরত শাহজালাল (রহ.) মাজার গোরস্থানস্থ তাঁর কবরে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাব নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে ফাতেহা পাঠ ও প্রয়াতের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add