
মাধবপুর থেকে ত্রিপুরারী দেবনাথঃ কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা চত্বরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ আতিকুর রহমান আতিক,সাংগঠনিক সম্পাদক বাবু মাধব রায়,পৌর শাখার সভাপতি শাহ মো: সেলিম,সেক্রেটারি সহ, আন্দিউড়া সদর ইউনিয়নের সেক্রেটারি মো: মিজানুর রহমান। উপজেলার ১১ টি ইউনিয়নের সভাপতি,সেক্রেটারি, উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু হরিষ চন্দ্র দেব।
আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, সরকার এখন উন্নত দেশ গড়ার লক্ষে করে যাচ্ছে।ঠিক এই সময়ে এক কুচক্রি মহল সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে। আরো বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সবাই কাঁদে কাঁদ রেখে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহন করেছে। কুচক্রী মহল যাতে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা না করতে পারে সে দিকে সবাই খেয়াল রাখতে হবে।
উপজেলা সাধারন সম্পাদক আলহাজ আতিকুর রহমান আতিক বলেন,অসাম্প্রদায়িক বাংলাদেশ অগ্রযাত্রার পথে যেন কোনো কুচক্রি মহল বাধা সৃষ্টি না করতে পারে সে দিকে খেয়াল রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে কুচক্রি মহলকে বাধা দিতে প্রস্তুত থাকতে হবে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি বাবু হরিষ চন্দ্র দেব বলেন, দেশ ও জাতির সকল প্রয়োজনে, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে আমাদের ঐক্য রেখেছে।আমরা সম্প্রীতির বন্ধনে একসাথে বসবাস করছি, এই সম্প্রতি বিনস্ট করার জন্য কুচক্রি মহল কেন দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা করছে? আমরা তাদের কি ক্ষতি করেছি তা বুঝে উঠতে পারছিনা।