
মাধবপুর থেকে তিপুরারি দেব নাথ: সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১৪৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর মধ্য দিয়ে স্বশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে সুস্বাগত জানানো হয়েছে।
দীর্ঘ ১৭ মাস ২৪ দিন পর সরকার কর্তৃক ঘোষনা অনুযায়ী আজ ১২ সেপ্টেম্বর রবিবার বিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বশরীরে অব্যক্ত আনন্দ মনে উপস্থিত হয়।উপজেলার একেক বিদ্যালয় একেক ভাবে শিক্ষকরা স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
মাধবপুর উপজেলার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল নাজিম, জনাব দীজেন্দ্র চন্দ্র আচার্য্য উপজেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন এবং বলেন, আমাদের মনে এক অদ্ভুত অনুভুতির সৃষ্টি হয়েছে যা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবেনা ভালো থাকুক আমাদের প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপদ হোক প্রতিটি মুহুর্ত।
মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব ছিদ্দিকুর রহমান জানান,দীর্ঘদিন পর বন্ধ থাকার পর ও আজ প্রতিষ্ঠান খোলার ১ম দিন উপস্থিতির হার বেশ সন্তোষজনক।