
মাধবপুর প্রতিনিধি তিপু:: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লেগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষ্যে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মাধবপুর বাজার প্রদক্ষিণ করে।র্যালী শেষে মাধবপুর থানার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর – চুনারুঘাট থানা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মহসিন আল মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের জনগনের সাথে পুলিশের দূরুত্ব কমে আসলেই কমিউনিটি পুলিশিং সফলতা বয়ে আনবে।কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করা গেলে পুলিশের কাজে সহযোগিতা পাওয়া গেলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে।
বক্তারা আরো বলেন,কমিউনিটি পুলিশিং সক্রিয় হলে জঙ্গিবাদ সন্ত্রাস, মাদকদ্রব্য পাচার, ইভটিজিং, বাল্যবিবাহ এর মত অপরাধ সমাজে কমে আসবে।পুলিশি জনতা, জনতাই পুলিশ, স্লোগানকে সামনে রেখে সমাজের সকল শ্রেণির পেশার মানুষকে সাথে নিয়ে অপরাধ দমনে পুলিশ ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসের মত অপরাধ গুলো দমন করে দেশেন সকল সচেতন নাগরিককে স্বাধীনতার ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক সপ্নের সোনার বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।