মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১ | আপডেট: ৯:৫০:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

মাধবপুর প্রতিনিধি তিপু: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আউয়াল মিয়া। অন্যজনের নাম রফিকুল ইসলাম বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী ও সিলেটমুখী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

আরো পড়ুন: তাহিরপুরে বিজিবির হাতে ভারতীয় মদসহ যুবক আটক

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add