
মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ জহিরুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদ পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরির্দক) আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল মনতলা রোডের পানিহাতা উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আরো পড়ুন: গৃহবধূর আপত্তিকর ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল, অতপর র্যাবের খাচায়!