মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃত ওই যুবকের নাম মো. জাহিদুল ইসলাম ওরফে জুলহাস (২৬) । সে কুমিল্লার লালমাই থানার জয়শ্রী, মুন্সিবাড়ি এলাকার মো. জোবায়ের আহম্মেদের ছেলে।

রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৬ টার দিকে মাধবপুরের ৫নং আন্দিউড়া ইউনিয়নের মাধবপুর টু শাহপুর সড়কের দিঘীরপাড় সোনাই নদী ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩ বোতল বিয়ার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন: সিলেট নগরীতে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add